ঢাকা: মাদক মামলায় মহানগর দায়রা জজ আদালতে দায়ের করা চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন ২ দিনের মধ্যে নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে আজ আইনজীবীরা পরিমনির জামিন চাইলেও আদালত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।
একইসঙ্গে পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করে নিম্ন আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম মিজানুর রহমান।
এর আগে গতকাল (২৫ আগস্ট) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পরীমনির পক্ষে জামিন আবেদন করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান।
আইনজীবী সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ ওই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আজ (২৫ আগস্ট) আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই আবেদনে পরীমনির জামিনের আরজিও জানানো হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত আগামী ১৩ সেপ্টেম্বর শুনানি দিন নির্ধারণ করে। এ অবস্থায় আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পরীমনির পক্ষে জামিন আবেদন করা হয়।
গত ৪ আগস্ট রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ পরীমনিকে আটক করা হয়। পরে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে।