করোনা পরিস্থিতি স্থিতিশীলতার দিকে
২৬ আগস্ট ২০২১ ১৭:২০
বিশ্বব্যাপী করোনা সংক্রমণের এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে পরিস্থিতি স্থিতিশীলতার দিকে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও বলছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে ছড়ালেও অন্যান্য দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে।
বিশেষ করে, আগের দুই মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হারের তুলনায় পরিস্থিতি এখন উন্নতির দিকে।
এদিকে, ২২ আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একইরকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল রয়েছে।
একই সময়ের মধ্যে, করোনায় মৃত্যুর হার একই রকম রয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ হাজারের আশপাশে রয়েছে। তবে ডব্লিউএইচও বলছে, ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।
এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, যে কোনো জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ থাকলেই তা সবার জন্য হুমকি।
ডব্লিউএইচওর হিসাবে, অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। আগের সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েছে ১৫ শতাংশ। দেশটিতে করোনায় এক সপ্তাহে ছয় হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
যুক্তরাজ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। তবে এ জন্য বিধিনিষেধ তুলে দেওয়াকে কারণ বলে মনে করছে ডব্লিউএইচও। তাদের হিসাবে, এক সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। ভারত, ইরান ও ব্রাজিলে গত সপ্তাহে করোনা সংক্রমণের হার কমেছে।
সারাবাংলা/একেএম