Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ধরলার পানি বিপৎসীর ৫ সেন্টিমিটার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২১ ১৯:১৯

ধরলা নদী, ফাইল ছবি

কুড়িগ্রাম: দুই দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি আবারও বেড়েছে। বর্তমানে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি। একইসঙ্গে বেড়েছে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানিও।

নদীর পানি বেড়ে যাওয়ায় ধরলাসহ অন্যান্য নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে গেছে নিচু এলাকার রোপা আমন, পটলসহ বিভিন্ন সবজির ক্ষেত।

এদিকে, পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ভারী বৃষ্টি ও উজানের পানিতে দ্বিতীয় দফায় নদ-নদীর পানি বেড়ে সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই মুহূর্তে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই।

সারাবাংলা/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর