Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলের জালে ৮টি পাখি মাছ, ওজন এক থেকে দেড় মণ!

লোকাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২১ ২০:৩২

কুয়াকাটা (পটুয়াখালী): কুয়াকাটার মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির আটটি সেইল ফিশ। স্থানীয়ভাবে একে পাখি মাছ বলেই ডাকেন সবাই। আটটি মাছের মধ্যে তিনটি মাছের একেকটির ওজনই ছিল ৬০ কেজি বা দেড় মণ করে! বাকি পাঁচটি মাছের একেকটির ওজনও এক মণের বেশি।

বুধবার (২৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় নুরুন্নবী মাঝি নামের একজন জেলের জালে মাছগুলো ধরা পড়ে।

নুরুন্নবী মাঝি জানান, আটটি মাছের মধ্যে প্রতিটিই বিশালাকৃতির। এর মধ্যে তিনটির ওজন দেড় মণ করে, সেটি বলা হয়েছে আগেই। বাকি পাঁচটির মধ্যে চারটির ওজন ৫৫ কেজি করে, বাকি একটির ওজন ৪০ কেজি।

বৃহস্পতিবার দুপুরে মৎস্য বন্দর মহিপুরের আড়ৎ পট্টিতে এই আটটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। মাছগুলোর কথা চাউর হলে সেগুলো একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

নুরুন্নবী মাঝি বলেন, দেড় মণ ওজনের মাছ তিনটির একেকটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, প্রস্থ ২ ফুট। মাছগুলো ধরার পর সেগুলো ট্রলারে ‍তুলতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। পরে মাছগুলো একজন আড়ৎদারের কাছে বিক্রি করেছি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, স্থানীয়ভাবে এই মাছ পাখি মাছ হিসেবে পরিচিত। তবে এটি মূলত সেইল ফিশ। দ্রুতগামী এ মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু। বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।

সারাবাংলা/টিআর

দেড় মণ ওজনের মাছ পাখি মাছ সেইল ফিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর