Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ জেলার ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন


২ এপ্রিল ২০১৮ ১৭:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়ার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় এই প্রস্তাব পাস করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংষ্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এখন থেকে জেলাগুলোর ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla-এর পরবির্তে Cumilla, Barisal-এর পরিবর্তে Barishal, Jessore-এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে Bagura করা হয়েছে।

উল্লেখ্য, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃষ্টি, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর