Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ সেপ্টেম্বর খুলছে দিল্লির স্কুল

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২১ ১৭:১১

আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে না এখনই।

শুক্রবার (২৭ আগস্ট) দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া এ ঘোষণা দেন। তিনি বলেন, স্কুল খুললেও শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে অভিভাবকের অনুমতি লাগবে। ক্লাসে যোগ দিতে কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হবে না।

এর আগে সরকারের এ সিদ্ধান্ত অনুমোদন দেয় দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ওই বিভাগের একটি বিশেষজ্ঞ দল সরকারকে আগামী মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দেয়।

বুধবার বিশেষজ্ঞ দলের পরামর্শে বলা হয়, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস প্রথম ধাপে খোলা হবে। পরে মাধ্যমিক এবং সবার শেষে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলো।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের শীর্ষ শিকার দিল্লি। চলতি বছরের জানুয়ারিতে স্কুল খুলে দুই মাস পর মার্চে ফের বন্ধ করে দেওয়া হয়।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর