মিরপুরে গ্যাস রাইজার বিস্ফোরণে আরও এক নারীর মৃত্যু
২৭ আগস্ট ২০২১ ১৭:৪০
ঢাকা: রাজধানীর মিরপুরে গ্যাস রাইজার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন রওশন আরা (৭০) নামে আরেক নারী মারা গেছে। এ নিয়ে আগুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো।
রওশন আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। শুক্রবার (২৭ আগস্ট) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
ডা. সামন্ত লাল সেন জানান, রওশন আরার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগস্ত হয়েছিল।
আগুনের ঘটনায় দগ্ধ হয়ে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মারা যান রিনা বেগম (৫০)। রাত ২টার দিকে মারা যায় রিনার ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও রাত আড়াইটার দিকে মারা যায় গ্যাস চুলার মিস্ত্রী সুমন (৪০)। রিনার শরীরের ৭০ শতাংশ, শফিকুলের ৮৫ ও সুমনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস রাইজার বিস্ফোরণে শিশু সহ সাতজন দগ্ধ হয়।
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, এখন পর্যন্ত ৩৮ শতাংশ দগ্ধ হয়ে রেনু বেগম, ২৭ শতাংশ দগ্ধ নিয়ে নাজনীন, ১৫ শতাংশ দগ্ধ নিয়ে শিশু নাওশীন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রয়েছে।
দগ্ধ শফিকুলের ভাই ছেলে রফিকুল ইসলাম জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের, ১১ নম্বর রোড, সি ব্লক, ৯নম্বর লাইনের ছয়তলা বাড়িটি তাদের নিজেদের। বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল। দুইদিন আগেও লিকেজ মেরামত করা হয়। কিন্তু বুধবার রাত ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন।
পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, কয়েকদিন ওই বাড়িতে গ্যাস ছিল না। রাতে লাইনে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির মালিক সহ নিজেরাই গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
সারাবাংলা/এসএসআর/একে