Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী হাছুকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১৭:১৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ২১:৪৭

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হাছু বাহিনীর প্রধান আবু হানিফ হাছুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত আবু হানিফ হাছু কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া-বউবাজার এলাকার মৃত নুরু মিয়া ওরফে নূর খাঁর ছেলে।

শুক্রবার (২৭ আগস্ট) ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের দনাইল শ্যামনগর এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের দনাইল শ্যামনগর এলাকার একটি স’মিলের পিছনে আবু হানিফ ওরফে হাছুকে কুপিয়ে ফেলে রাখে দুবৃর্ত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সেখানে হাছুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন জানান, আবু হানিফ হাছুর নামে কিশোরগঞ্জ থানায় হত্যা, পুলিশের ওপর হামলা, মাদক, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। তদন্তসাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/টিআর

আবু হানিফ হাছু শীর্ষ সন্ত্রাসী হাছু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর