Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেখক ও অনুবাদক আবদুল হাকিম মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ১৬:০৭

ঢাকা: জনপ্রিয় থ্রিলার লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর বাসাবো পূর্ব নন্দীপাড়ায় নিজ বাসায় মাসুদ রানা সিরিজের এই লেখকের মৃত্যু হয়।

মেয়ে সাজিয়া হাকিম তার বাবার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হচ্ছিল শেখ আবদুল হাকিমকে। তবে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়।

দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাজিয়া।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে মাসুদ রানার যাত্রা শুরু হয়। তবে ‘ঘোস্ট লেখক’ হিসেবে এই সিরিজের কয়েকশ বই শেখ আবদুল হাকিমের লেখা।

মাসুদ রানা সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম।

সারাবাংলা/একে

আবদুল হাকিম টপ নিউজ মাসুদ রানা সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর