‘স্বাধীনতা বিরোধীরাই উন্নয়ন বাধাগ্রস্ত করে’
২৮ আগস্ট ২০২১ ১৯:০৫
ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা এদেশের উন্নয়নও চায় না। স্বাধীনতা বিরোধীরাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে।
শনিবার (২৮ আগস্ট) মেহেরপুরের শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, আমদহ ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা। কিন্তু এদেশের স্বাধীনতা বিরোধীরা উন্নয়নের বিপক্ষে। তারা চায় দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। স্বাধীনতার বিপক্ষ শক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। যারা এই স্বাধীনতা বিরোধীদের সমর্থন করেন, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। এজন্য স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’
আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।
সারাবাংলা/জেআর/পিটিএম