Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলে ব্রিটেনের উদ্ধার অভিযান সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২১ ২০:২০

আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের উদ্ধার অভিযানে যোগ দেওয়া শেষ ব্রিটিশ বিমানটি কাবুল ত্যাগ করেছে। শনিবার (২৮ আগস্ট) ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তালেবানের বেধে দেওয়া সময়সীমা ৩১ আগস্টের তিন দিন আগেই উদ্ধার অভিযান শেষ করল যুক্তরাজ্য।

শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তান থেকে বেসামরিক লোকদের বহনকারী শেষ বিমানটি উড়াল দিয়েছে। অন্যান্য যেসব ব্রিটিশ বিমান কাবুলে রয়েছে সেগুলোতে শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্য এবং কূটনৈতিকরা চড়তে পারবেন। তবে এসব বিমানে কিছু সংখ্যক আফগান নাগরিকও দেশ ছাড়তে পারেন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য জানিয়েছে, ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল নেওয়ার পর ১ হাজারের বেশি ব্রিটিশ সেনা বেসামরিক লোকদের উদ্ধার অভিযানে নিয়োজিত হন। এসব সেনাদের কেউ কেউ ইতিমধ্যে যুক্তরাজ্যে ফিরে এসেছেন, বাকিরা রোববার নাগাদ আফগানিস্তান ছাড়বেন।

ব্রিটিশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টার বিবিসি রেডিও ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিষয়টি হৃদয়বিদারক, কেননা ইচ্ছা সত্ত্বেও আমরা সবাইকে উদ্ধার করতে পারিনি।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক ফোনালাপে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে গত ১৫ আগস্ট কাবুল দখলে নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় উগ্রবাদী গোষ্ঠী তালেবান। ওই দিনই দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর