ঢাকা: মিরপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও জঙ্গির জায়গা হবে না। এদের সবাইকে আইনের আওতায় আনতে মিরপুর বিভাগের উপ কমিশনারকে (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে মিরপুরে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘কোনো জনপ্রতিনিধিও যদি এসব অপকর্মে লিপ্ত হয় তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার কোনো সন্ত্রাসীকে ছাড় দিতে বার বার নিষেধ করেছেন। নিজের দলের লোককেও ছাড় দেয়নি। সবাইকে জেলে ভরে দিয়েছে। তাদের দেখে অনেকের শিক্ষা নেওয়া উচিত।’