Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌ-পথ নিরাপদ করার দাবি জিএম কাদেরের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ২২:১৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২১ ২২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নৌ-পথ নিরাপদ করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ একদের। শনিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে এই দাবি জানান।

জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘নৌ দুর্ঘটনা কমছেই না। প্রতিবছর নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না। সেজন্য নৌ-পথ নিরাপদ করতে হবে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।’

পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৭ আগস্ট ব্রাক্ষণবাড়িয়ার লইসকা বিলে নৌ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা জিএম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর