Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েট প্রস্তাবিত ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়ার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ২২:৩৯

ঢাকা: বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, স্পিড নিয়ন্ত্রক উন্নত ব্রেকসহ ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়ার দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ভোট কারচুপির মাধ্যমে আজ যে সরকার ক্ষমতায় তার কোনো বৈধতা নাই। এই অবৈধ সরকারের ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত অবৈধ এবং অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।’

বিজ্ঞাপন

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক জলি তালুকদার বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রায় অধিকাংশই গরিব-মেহনতি মানুষ। আর বর্তমান সরকার সেই গরিব-মেহনতি মানুষের রুটি-রুজি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি করছে। তাই গরিব-মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মেহনতি মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করার লড়াইকে বেগবান করতে হবে।’

গরিবের বাহন ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে সভাপতির বক্তব্যে শ্রমিকনেতা শাহাদাৎ খাঁ বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা আধুনিক করো, লাইসেন্স দাও এবং আমাদের বাঁচার মতো বাঁচতে দাও।’

সংগঠনের সভাপতি শাহাদাৎ খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক জলি তালুকদার, বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক শ্রমিকনেতা হযরত আলী, টিইউসি ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম, বস্তিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের অন্যতম নেতা মকবুল হোসেন, আব্দুল হাকিম মাইজভান্ডারী, দেলোয়ার হোসেন, মো. হাসেম, সুমন মৃধা প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর