Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মাষ্টমীর শোভাযাত্রা না করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৫:০৭

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবারও শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা না করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৯ আগস্ট) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবধরনের শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির অনুবৃত্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সোমবার (৩০ আগস্ট) উদযাপিত হবে।

সারাবাংলা/জেআর/এএম

টপ নিউজ শ্রীকৃষ্ণের জন্মদিন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর