Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাদুঘর থেকে জিয়ার নাম মুছতে চাইলে চট্টগ্রামবাসী জবাব দেবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ২০:৩১

চট্টগ্রাম ব্যুরো: জিয়া স্মৃতি জাদুঘর থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করলে চট্টগ্রামবাসী জবাব দেবে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৯ আগস্ট) নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির এক সভায় শাহাদাত এ কথা বলেন।

জিয়ার নামে জাদুঘর থাকতে পারে না—শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে শাহাদাত বলেন, ‘পুরনো চট্টগ্রাম সার্কিট হাউসে (বর্তমানে জিয়া স্মৃতি জাদুঘর) শুধু জিয়াউর রহমান এবং তার সঙ্গে কিছু সেনা অফিসার শাহাদাত বরণ করেছেন। এটা চট্টগ্রামবাসীসহ সবাই জানে। এর বাইরে যদি অন্য কেউ শহীদ হয়ে থাকেন, তাহলে দালিলিক প্রমাণ দিন।’

‘জিয়া স্মৃতি জাদুঘর থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। দেশের মানুষ এখন এসব মিথ্যা, ভিত্তিহীন বক্তব্য বিশ্বাস করে না। কারণ এই চট্টগ্রামের মাটিতেই জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করেছেন এবং সার্কিট হাউসে মিশে আছে শহীদ জিয়ার রক্ত। জিয়াউর রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে চট্টগ্রামবাসী কঠোর জবাব দেবে।’

জিয়াউর রহমানকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব কেড়ে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। অথচ তিনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাকে বাদ দিয়ে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস রচনা করা সম্ভব নয়। অনেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস না জেনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’

বিজ্ঞাপন

নগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, জয়নাল আবেদিন জিয়া, হারুন জামান, মো. আলী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর