Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়ার মাজার সরাতে প্রয়োজনে আইনি সহায়তা করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ২০:৫৯

ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো আইনি পদক্ষেপের প্রয়োজন হলে তাতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (২৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জিয়ার মাজার সরিয়ে নেওয়ার বিষয়ে সম্প্রতি কথা উঠেছে, এতে যদি আইনি সহযোগিতার প্রয়োজন হয়, করবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, এখনও যেহেতু বিষয়টি আসেনি সেটা নিয়ে কী আর বলব। কিন্তু যখন আইনি সহযোগিতা প্রয়োজন হবে আমারা অবশ্যই করবো।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পক্ষে সমিতির সম্পাদকের বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যারা নির্বাচিত হন, তারা মূলত আইনজীবীদের কল্যাণে কাজ করে থাকেন। তারা অনেকেই কিন্তু রাজনীতি করেন। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দিয়ে তিনি (রুহুল কুদ্দুস কাজল) ভুল করেছেন। পরে এটি তিনি নিজেই বুঝতে পারবেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পক্ষে বিবৃতি দেওয়া এটাই প্রথম। এটা সম্পাদক হিসেবে তিনি (কাজল) ঠিক করেননি।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

অ্যাটর্নি জেনারেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর