Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১০:০২

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের কাছেই তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উথলী স্টেশনের সামনে লুপ লাইন থেকে প্রধান লাইনে যাওয়ার সময় ট্যাংকারগুলো লাইনচ্যুত হয়।

আজ সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পাশের দর্শনা, আনছারবাড়ীয়া এবং সাবদালপুর স্টেশনে ৪টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

বিজ্ঞাপন

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসা ৩০টি ট্যাংকার নিয়ে মালবাহী ট্রেনটি রাতে উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার সময় ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার মুহূর্তে ৪টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এ কারণে এই লাইনে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭ টার সময় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা ১২টা পর্যন্ত সময় লাগতে পারে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ মালবাহী ট্রেন লাইনচ্যুত

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর