হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
৩০ আগস্ট ২০২১ ১০:৩১
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যেই পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে এই দুই বন্দরে পণ্য আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
হিলি পানাম পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তাই আমাদের বন্দর অভ্যন্তরেও ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সরকারী ছুটির দিনেও অন্যান্য দিনের মতো যাত্রী পারাপার স্বাভাবিক থাকে। তবে আপাতত দুই দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে, কিন্ত ভারতে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরত আসতে পারছেন।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সোমবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় তারা এ পথে সোমবার কোনো পণ্য আমদানি-রফতানি করবেন না। আগামীকাল সকাল থেকে ফের স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, জন্মাষ্টমীর ছুটির কারণে সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট আমাদের রোববার বিকেলে জানিয়ে দিয়েছেন। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।
সারাবাংলা/এসএসএ