লুসিয়ানায় আঘাত হেনেছে হ্যারিকেন আইডা
৩০ আগস্ট ২০২১ ১১:৪৮
ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে হ্যারিকেন আইডা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুসিয়ানায় আঘাত হেনেছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ পর্যন্ত এক জনের মৃত্যুর খবর জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।
এদিকে, হ্যারিকেন আইডার আঘাতের পর বিদ্যুৎহীন হয়ে পড়েছে নিউ অরলেন্স। সেখানে কেবলমাত্র কয়েকটি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগেই, সতর্কতার অংশ হিসেবে হ্যারিকেন আঘাত হানার সম্ভাবনা রয়েছে এমন এলাকাগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছিল। যারা এখনো ওইসব এলাকায় রয়ে গেছেন, তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার দেয়ালের ভেতর নিরাপদ কোথাও আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ মনে করছে, হ্যারিকেন আইডা নিউ অরলেন্সের বন্যা প্রতিরোধ সক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলবে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনায় এক হাজার ৮০০র বেশি মানুষের মৃত্যুর পর শহরটির বন্যা প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়েছিল।
আইডা প্রাণঘাতী হয়ে উঠতে পারে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষয়ক্ষতি উপকূল ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি, লুসিয়ানার সাড়ে সাত লাখের বেশি বিদ্যুৎহীন বাড়িঘরে বিদ্যুৎ ফেরাতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে বলেছেন বাইডেন।
শনিবার (২৮ আগস্ট) মেক্সিকো উপসাগর থেকেবিপুল শক্তি সঞ্চয় করে লুসিয়ানার দিকে ধেয়ে যায় হ্যারিকেন আইডা। পরে নিউ অরলেন্সের দক্ষিণে রোববার (২৯ আগস্ট) এটি চার মাত্রার শক্তিশালী হ্যারিকেন হয়ে আছড়ে পড়ে।
এ ব্যাপারে লুসিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস বলেন, সর্বোচ্চ প্রস্তুতি থাকা সত্ত্বেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের।
সারাবাংলা/একেএম