আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
৩০ আগস্ট ২০২১ ১২:১০
ঢাকা: ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের বিরুদ্ধে অনুসন্ধানে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ আগস্ট) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
তিনি জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বেশ কিছু অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগ অনুসন্ধানে কমিশনের সহকারী পরিচালক আতাউর রহমান সরকারকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এদিকে এর আগে কমিশন গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের কাছ থেকে ‘বিশেষ ক্লাসের’ নামে বাধ্যতামূলক অর্থ আদায়ের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় অভিযান চালায়।
সারাবাংলা/এসজে/এসএসএ