Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভেতরে লাশ আছে—তা তো বলেননি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১৩:৩৮

ফাইল ছবি: ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জিয়াউর রহমানের লাশ নাকি জেনারেল এরশাদ কাঁধে বহন করেছেন, এধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেন ফখরুল সাহেব। এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভিতরে জিয়ার লাশ আছে—তা তো তিনি কখনো বলেননি।’

সোমবার (৩০ আগস্ট) সকালে তার বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম, ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে।’

ওবায়দুল কাদের বলেন, ‘করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকগণ যখন প্রস্তুতি নিচ্ছে তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি।’

সাম্প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে করে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে আসল দানবীয় শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর বিএনপি এনে দিয়েছিল পরনির্ভরতার শৃঙ্খল’।

সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির কর্মসূচি পালনে পুলিশ সহযোগিতা করতে চেয়েছে, কিন্তু তারা কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে সংঘাতের মাধ্যমে পানি ঘোলা করার অপচেষ্টা করতে চেয়েছিল বলে দাবি করেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের এখন আর কোনো অবজেক্টিভ শর্ত বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ প্রস্তুতি কী আছে তা গত একযুগ ধরে মানুষ দেখে আসছে। বিএনপির আন্দোলন এখন কথা নির্ভর, মিডিয়া সর্বস্ব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভিতরে জিয়ার লাশ আছে—তা তো তিনি কখনো বলেননি’। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তার লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে?’

সারাবাংলা/এনআর/আইই

চন্দ্রিমা উদ্যান জিয়াউর রহমান টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর