Monday 26 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দুই মাস পর করোনায় মৃত্যু শূন্যের ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১৪:৫৩

বরিশাল: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা ২ মাস পর বিভাগে মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো।

সর্বশেষ ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল। তবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন।

সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, বিভাগে মোট আক্রান্ত ৪৩ হাজার ৬৯৮ জনের মধ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ১৭ হাজার ৮২৬ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট ৬ হাজার ২৮ জন, ভোলা জেলায় নতুন ৪৫ জন নিয়ে মোট ৬ হাজার ৪৪৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৫ জন নিয়ে মোট ৫ হাজার ১৫৩ জন, বরগুনা জেলায় নতুন ৪ জন নিয়ে মোট ৩ হাজার ৭১৫ জন ও ঝালকাঠি জেলায় নতুন ২ জন নিয়ে মোট ৪ হাজার ৫২৭ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৯৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫১ জন করোনা ওয়ার্ডে এবং ৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

সারাবাংলা/এসএসএ

করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর