Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলার সমুদ্র মোহনায় ধরা পড়ল ১০টি ফ্লাইং ফিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ২০:২৩

ভোলা: চরফ্যাশন উপজেলার সমুদ্র মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে ১০টি ফ্লাইং ফিশ। ওই মাছের ওজন ২০ থেকে ২৫ কেজি।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে ওই মাছগুলো প্রায় ২৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার খাল মৎস্য ঘাটের আড়ৎদার মো. জাকির হোসেন।

তিনি জানান, রোববার রাতে জেলেদের জালে ওই ১০টি মাছ ধরা পড়ে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, ভোলায় প্রথমবারের মতো এই মাছ জেলেদের জালে ধরে পড়ল। মাছগুলোকে ফ্লাইং ফিশ বা স্পিড ফিশ বলে। গ্রামের মানুষ এটিকে পাখি মাছ বলে।

তিনি জানান, ফ্লাইং ফিশ গভীর সমুদ্রের দ্রুতগতির মাছ। এ মাছ মানবদেহের জন্য উপকারী।

সারাবাংলা/এএম

ফ্লাইং ফিশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর