Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় একদিনে করোনায় আরও ৭ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১০:৩০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত একদিনে (২৪ ঘণ্টায়) করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় এখন পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৭৩১ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৩১ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, দিন দিন রোগী কমছে হাসপাতালে। করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে, নির্ধারিত ২০০ বেডের অনুকূলে বর্তমানে ভর্তি আছে ৮০ জন। এরমধ্যে করোনায় শনাক্ত ৪৯ জন। ৩১ জনের উপসর্গ আছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় কুষ্টিয়া সদরের নতুন ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৩৭ শতাংশ। এই সময়ে আরও ১২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ায় ৭ দিনে উপসর্গ ছাড়া শুধুমাত্র করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৬৮৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৩৪ জন।

এদিকে, সংকটের মধ্যে ধীরগতিতে করোনার টিকাদান কর্মসূচি চলছে।

সারাবাংলা/এমও

৭ জনের মৃত্যু করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর