Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানি ২ শিশুর বিষয়ে আদেশ বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৩:৫৬

ফাইল ছবি

ঢাকা: জাপানি বংশোদ্ভূত দুই শিশুকে নিজের হেফাজতে রাখার অধিকার চেয়ে বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের আবেদনের ওপর বিকেল তিনটায় আদেশ দেবেন হাইকোর্ট। মঙ্গলবার (৩১ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেবেন।

এর আগে সকালে উভয়পক্ষের শুনানির পর বিকেল তিনটায় আদেশের জন্য রাখেন আদালত। আজ শুনানির একপর্যায়ে বিরতি দিয়ে দুই শিশুর সঙ্গে কথা বলেন আদালত। শিশুদের কথা শুনে আবারও দুপক্ষকে আলোচনা করে একমত হওয়ার পরামর্শ দেন আদালত। এজন্য বিকেল পর্যন্ত সময় দেন আদালত। বিকেলে দুপক্ষের মতামত শুনে সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এর আগে সকালে দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতে হাজির করে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) রাত পর্যন্ত শিশু দুটির মা-বাবা নিজেদের হেফাজতে রাখার বিষয়ে একমত হতে পারেনি। তবে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে শিশুদের বের করতে দুপক্ষই একমত হয়েছেন।

গত ২৩ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শিশু দুটিকে ৩১ আগস্ট পর্যন্ত পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার রাখার আদেশ দেন। আদালত একইসঙ্গে ৩১ আগস্টের মধ্যে সমাঝোতায় পৌঁছানোর পরামর্শ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দুপক্ষই নিজের অধিকার প্রশ্নে অনড় থাকায় সমাঝোতায় পৌঁছাতে পারেনি। এখন শিশুদের বিষয়ে ফয়সালা দেবে আদালত।

এর আগে গত ১৯ আগস্ট দুই জাপানি শিশু এবং তাদের বাবা শরীফ ইমরানকে এক মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। আদালতে শিশুদের মায়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং শিশুদের বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

একইসঙ্গে দুই শিশুকে আজকের তারিখে (৩১ আগস্ট) আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

গত ১৯ আগস্ট সকালে দুই কন্যা সন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাপানি নাগরিক নাকানো এরিকো (৪৬)। রিটে দুই কন্যা সন্তানকে নিজের জিম্মায় নেওয়ার নির্দেশনা চেয়েছিলেন জাপানি ওই নারী।

সারাবাংলা/কেআইএফ/এএম

জাপানি ২ শিশু

বিজ্ঞাপন

কুয়েটে ক্লাস শুরু
২৯ জুলাই ২০২৫ ১১:৪০

আরো

সম্পর্কিত খবর