Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৫:০৪

কুষ্টিয়া: দৌলতপুরে বালিয়াশিশা গ্রামের কৃষক আব্দুল খান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর একটার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল (৪০), বাবু খানের ছেলে সাইফুল খান ও মো. আরিফ, মৃত ইনসার খানের ছেলে শফি খান, সন্তোষ মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম। আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। মামলার অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাত দুইটার দিকে বালিয়াশিশা গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় খুন হন আব্দুল খান। ওইদিন তার ছেলে নাজমুল খান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র মামলার তদন্ত শেষে সাতজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে সাইফুল খান ও শফি খান ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

সারাবাংলা/এএম

কুষ্টিয়া যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর