Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ঐক্যমত্যের সরকার গঠন হবে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২১ ১৬:৫৪

অবশেষে ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতের পর দেশটিতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে সর্বশেষ বিমান সি-১৭ রওনা দেয়। এমন অবস্থায় দেশটিতে তালেবান নিয়ন্ত্রিত নতুন সরকার কেমন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর বিবিসি।

এদিকে আফগানিস্তানে ‘ঐক্যমত্যের সরকার’ গঠন হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আফগানিস্তানে ঐক্যমত্যের সরকার গঠিত হবে।’

এর আগে তালেবান জানিয়েছিল, আফগানিস্তানের নতুন সরকার গঠন করার জন্য সমঝোতায় পৌঁছাতে তারা (তালেবান) সকল গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে তালেবান কীভাবে সরকার পরিচালনা করবে, তাদের শাসনে নারীদের অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা কেমন থাকবে- এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কট্টরপন্থী এই সংগঠনটি।

তালেবান যোদ্ধাদের কাবুল দখলের পর গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে অনিশ্চিয়তা বিরাজ করছে। এর মধ্যেই পূর্বের ঘোষণা অনুয়ায়ী আফগানিস্তান ত্যাগ করল মার্কিন সেনাবাহিনী। তবে মার্কিন দূতাবাসের যেসব কমকর্তা নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারছে না, তাদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

সারাবাংলা/এনএস

আফগানিস্তান ঐক্যমতের সরকার টপ নিউজ পাকিস্তান শাহ মাহমুদ কোরেশি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর