শিক্ষায় অভিজ্ঞতা বিনিময় করতে চায় ইরান
৩১ আগস্ট ২০২১ ১৮:২৮
ঢাকা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধিতে ইরানের অভিজ্ঞতা বিনিময়ের জন্যে সরকার সবধরনের সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়েদ হাসান সেহাত মঙ্গলবার (৩১ আগস্ট) শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের দফতরে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘ইরানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব দুই দেশের মধ্যে মেলবন্ধন রচনা করেছে।’
মহিবুল হাসান চৌধূরী বলেন, ‘দেশের শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধিতে ইরানের অভিজ্ঞতা বিনিময়ের জন্যে সরকার সবধরনের সহয়াতা করবে।’
কার্পেট বোনাসহ বিভিন্ন হস্তশিল্পে ইরানের বিশ্বজোড়া সুনাম রয়েছে উল্লেখ করে তিনি এসব বিষয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের সরকারি পর্যায়ে স্কলারশিপ দিয়ে ইরানে লেখাপড়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানান।
এ সময় বাংলাদেশে ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়েদ হাসান সেহাত বলেন, ‘ইরান বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচলানা করে যাচ্ছে। ইরান স্থানীয় শিক্ষাক্রম অনুসরণ করে এদেশে একটি বিদ্যালয় পরিচালনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
সাইয়েদ হাসান সেহাত বলেন, ‘ইরান বাংলাদেশের শিক্ষায় অবদান রাখতে নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে আগ্রহী।’
এর পরিপ্রেক্ষিতে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গে ইরান সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে কাজ করতে পারে।’
সারাবাংলা/টিএস/পিটিএম