Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আব্বাসের পা রিকন্সট্রাকটিভ করা সম্ভব’


২ এপ্রিল ২০১৮ ২০:১৫

।। জাকিয়া আহমেদ, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিরল রোগ ‘ওয়াইল্ড সিন্ড্রোম’এ আক্রান্ত আব্বাসের অভিভাবক চাইলে তার পা রিকন্সট্রাকটিভ করা যাবে। এ ক্ষেত্রে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২ এপ্রিল) আব্বাসের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের বার্ন ইউনিটের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

তিনি বলেন, আব্বাসের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রয়েছে। এটা কোন প্রজাতির তা শনাক্ত করতে হবে। এ ক্ষেত্রে ইনস্টিউট অব ইপিডেমাইলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইডিসিআর) সহযোগী নেওয়া যেতে পারে।

এর আগে সকাল সাড়ে ৮টায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবরীনা ইয়াসমীনের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আব্বাস শেখকে নিয়ে ঢামেক হাসপাতালে যান।

হাসপাতালে ‘ক্যাপাসিটি ইনহ্যান্সমেন্ট ফর বার্নস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে অংশ নিতে আসা চিকিৎসকরাও আব্বাসের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সেখানে আব্বাস শেখের চিকিৎসা সংক্রান্ত একটি সেমিনার হয়। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. তৌহিদা নূর আব্বাসের চিকিৎসা, রোগ নির্ণয় ও তার চিকিৎসা সংক্রান্ত নানা বিষয় উপস্থাপন করেন।

সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. লিই প্যাংক বলেন, আব্বাসের অস্ত্রোপচার করতে হলে তার শারীরিক অবস্থার উন্নত হতে হবে।

বিজ্ঞাপন

হাসপাতালটির প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সি জ্যাক চং বলেন, ওয়াইল্ড সিন্ড্রোম রোগটি যে বিরল তাতে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে হাতে গোনা তিন থেকে চারটি কেস স্টাডি রয়েছে। তবে তাদের জানানো হলে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই রোগীর চিকিৎসা সহযোগিতা দেবে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আব্বাসকে পুরোপুরি সুস্থ করা হয়তো সম্ভব নয়। তবে ধাপে ধাপে অস্ত্রোপচার করা গেলে তার জীবন যাপন সহজ হবে।

সারাবাংলা/জেএ/এটি

সেই আব্বাস বিরল রোগ ‘ওয়াইল্ড সিন্ড্রোম’ এ আক্রান্ত
বিরল রোগী আব্বাসের চিকিৎসা নিয়ে সন্দিহান চিকিৎসকরা
বায়োপসি সম্পন্ন, এবার জানা যাবে আব্বাসের কী হয়েছে
সেই আব্বাস লিম্বোসাইটে আক্রান্ত!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর