Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৯:১২

ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। কখনো বেইমানি করবে না।

মঙ্গলবার( ৩১ আগস্ট) সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে। শেখ হাসিনার কথা বলে। এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে। এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।

মন্ত্রী বলেন, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই স্বাধীনতাবিরোধীরা আবার ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা একের পর এক নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ।

এদিকে, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় ওই সভার বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান।

সারাবাংলা/জেআর/একেএম

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর