রিয়েল এস্টেটের মালিকের ছেলেসহ ৩ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ
৩১ আগস্ট ২০২১ ১৯:৫১
ঢাকা: গুলশান থানায় দায়ের করা মামলায় কালাম রিয়েল এস্টেটের মালিকের ছেলে ফয়সাল কালামসহ তিনজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। মামলায় অপর দুই আসামি হলেন- ফয়সালের গাড়ি চালক নুর আলম ও ইব্রাহিম খলিল।
গত ২৬ আগস্ট সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গুলশান-১ এর ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখান থেকে জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪৯টি বিদেশি মদের বোতল। এছাড়া ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের অফিস থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান সার্কেলের পরিদর্শক এস এম শামসুল কবীর স্থানীয় থানায় মামলাটি দায়ের করেন।
২৭ আগস্ট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর হয়। আদালত জামিন শুনানির জন্য গত রোববার দিন ধার্য করে দেন। কিন্তু রোববার মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক মুহাম্মদ সাজেদুল ইসলাম তিন আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিন শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। এদিন উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সারাবাংলা/এআই/এনএস