Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুদি দোকানে সেলসম্যানকে পিটিয়ে হত্যা, বাবা-মেয়ের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ২০:১০

ঢাকা: রাজধানীর ভাটারায় রিগ্যান রোজারিও (২৫) নামের একটি মুদি দোকানে সেলসম্যানকে বাসায় ডেকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলায় বাবা ও মেয়ে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আসামি প্রিয়াংকা গোমেজ (২১) এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ জীবন গোমেজের (৫৫) জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন (নি.) দুই আসামিকে আদালতে হাজির করেন। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

জানা যায়, গত ২৭ আগস্ট বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যায়। রাত ৮টার পর কোনো এক সময়ে রিগ্যান জীবন গোমেজের বাসায় আসে। এর আগে রিগ্যান তার বড়বোনকে ফোন করে একটি দাওয়াতে যাচ্ছেন বলে জানান। ওই বাসায় যাওয়ার পরে রিগ্যান মদপান করে। একপর্যায়ে মদ্যপ অবস্থায় জীবন গোমেজ তাকে মারপিট করলে তার মৃত্যু হয়। পরে তাকে টয়লেটে আটকে রেখে বাসায় তালা দিয়ে বাবা ও মেয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজেদের গ্রামের বাড়িতে পালিয়ে যায়।

এই ঘটনায় রিগ্যানের বোন আলো রোজারিও ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এনএস

পিটিয়ে হত্যা বাবা-মেয়ের দোষ স্বীকার মুদি দোকানে সেলসম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর