Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ২০.১%

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২১ ২২:০৪

ভারতে করোনাভাইরাস মহামারিতে মুখ থুবড়ে পড়া অর্থনীতি উঠে দাঁড়াতে শুরু করেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) গত বছরের একই সময়ের তুলনায় ভারতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বেড়েছে ২০.১ শতাংশ। গত বছর একই সময়ে ভারতের জিডিপি সংকোচিত হয়েছিল ২৪.৪ শতাংশ। মঙ্গলবার (৩১ আগস্ট) ভারত সরকার এ তথ্য প্রকাশ করেছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এ উত্থান ২০১১-১২ সালের পর বিশ্বের বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম। তবে এমন উত্থানের পরও মহামারি পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারেনি ভারতের অর্থনীতি। ২০১৯-২০ সালের প্রথম প্রান্তিকে ভারতের জিডিপির আকার ছিল ৩৫ লাখ ৬৬ হাজার কোটি রুপি। চলতি প্রান্তিকে জিডিপির আকার দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৮ হাজার কোটি রুপি।

তবে মঙ্গলবার ভারত কর্তৃপক্ষের প্রকাশিত এ পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে করোনার দ্বিতীয় ঢেউ অর্থনীতিতে তেমন প্রভাব ফেলেনি। যদিও তৃতীয় প্রান্তিকে এর প্রতিফলন ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের দ্বিতীয়  প্রান্তিকে সবচেয়ে বেশি উত্থান ঘটেছে দেশটির অবকাঠামো নির্মাণ খাতে। এ খাতে ৬৮.৩ শতাংশ উল্লম্ফন সার্বিক জিডিপি প্রবৃদ্ধিতে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। উল্লেখ্য যে, গত বছরের একই সময়ে এ খাতের সংকোচন হয়েছিল ৪৯.৫ শতাংশ। এছাড়া ভারতের কারখানাজাত পণ্য উৎপাদন খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪৯.৬ শতাংশ, যা গত বছরের একই প্রান্তিকে সংকোচিত হয়েছিল ৩৬ শতাংশ।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর