Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশমন্ত্রীকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংস্থার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ২১:৫৯

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে প্রতিশ্রুতিবিষয়ক হালনাগাদ ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (NDC) যথাযথভাবে জমা দেয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ায় সোমবার (৩০ আগস্ট) এক পত্রের মাধ্যমে অভিনন্দন জানায় ইউএনএফসিসি।

বিজ্ঞাপন

ইউএনএফসিসি এর নির্বাহী সেক্রেটারি অভিনন্দনপত্রে বলেন, ‘কোভিড-১৯ মহামারির মতো চলমান বৈশ্বিক সংকটকালে যথাসময়ে বাংলাদেশের এনডিসি জমা নিঃসন্দেহে প্রশংসনীয়।’ ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি এবং বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত কর্মকাণ্ডের বাস্তবায়ন পদ্ধতি এবং উন্নত অভিযোজনের বিষয়গুলো এনডিসিতে অন্তর্ভুক্তির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। দাখিলকৃত এনডিসিতে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের দূরদর্শী কৌশলগত পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক টেকসই কর্মকাণ্ড অন্তর্ভুক্তিতে সুযোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানান।

ইউএনএফসিসি’র নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা অভিনন্দনপত্রে প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির সর্বোচ্চ বাস্তবায়ন, আসন্ন জলবায়ু সম্মেলনের সফলতায় একযোগে কাজ করার জন্য ভবিষ্যত দিনগুলোতে জলবায়ু পরিবর্তনবিষয়ক সব কর্মকাণ্ডে বাংলাদেশেকে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর