Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী পাচারকারী চক্রের বাবা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ২২:১৭

ঢাকা: নোয়াখালীর সেনবাগ থেকে নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মো. ইদ্রিস মিয়া (৫৭) এবং তার ছেলে আবদুল্লাহ শাফীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

পরে, মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে তাদেরকে মানব পাচার আইনের মামলায় আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবের বাপের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালে এক নারীকে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে ফেনীর রামপুরে জয়নাল আবদীন নামে একজনের কাছে দুই লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। পাচারের ১৫ বছর পর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ওই যুবতী ২০১৯ সালের ৭ নভেম্বর সেনবাগের বাড়িতে ফিরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ওয়ারেন্টভূক্ত দুই আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/একেএম

নারী পাচারকারী চক্র

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর