Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ‘রহস্যজনক জ্বর’, বেশি মৃত্যু শিশুদের

আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৭

ভারতে রহস্যজনক জ্বরে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশির ভাগই শিশু। দেশটির উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে এ ঘটনা ঘটছে। এক্ষেত্রে প্রচণ্ড জ্বর ও ঘামে ভিজে যাচ্ছে আক্রান্ত শিশুরা। খবর বিবিসি।

তাদের বেশির ভাগেরই জয়েন্টে ব্যথা, মাথাব্যথা, পানিশূন্যতা এবং বমিভাব হওয়ার লক্ষণ দেখা গেছে। আবার অনেকের ক্ষেত্রে পা এবং বাহুতে ফুসকুড়ি ওঠার খবর পাওয়া গেছে।

এ জ্বরে  ৫০ জনের মৃত্যুর পাশাপাশি রাজ্যটির পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় কয়েকশ মানুষে এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে কেউ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন না।

ভারত যখন করোনার মহামারির দ্বিতীয় আঘাত কাটিয়ে ওঠার চেষ্ঠা করছে ঠিক তখনই উত্তরপ্রদেশে ‘রহস্যজনক জ্বরে’ মৃত্যুর খবরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রদেশটির আগ্রা, মথুরা, মাইনপুরী, ইটাহ, কাসগঞ্জ এবং ফিরোজাবাদের মতো আক্রান্ত জেলার চিকিৎসকদের ধারণা- ডেঙ্গু, মশাবাহিত ভাইরাল সংক্রমণের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

তারা বলেছেন, আক্রান্ত অনেক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যাদের প্লাটিলেট (রক্তের উপাদান) কমে গিয়েছিল। যাকে ডেঙ্গুর মারাত্মক সংক্রমণের দিক হিসেবে ধরা হয়।

ফিরজাবাদ জেলার উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিতা কুলশ্রেষ্ঠা বলেন, ‘হাসপাতালে রোগীরা বিশেষ করে শিশুরা খুবই দ্রুত মারা যাচ্ছে। গত সপ্তাহে ৩২ শিশুসহ ৪০ জনের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এনএস

ভারত রহস্যজনক জ্বর শিশু মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর