Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন মেলেনি হেফাজত নেতা আজহারুল-শরীফউল্লাহ’র

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪২

আজহারুল ইসলাম

ঢাকা: পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামসহ দুইজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত জামিনের আবেদন নাকচ করে দেন। অপর আসামি হলেন- সংগঠনটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ।

এদিন আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. পারভেজ ও মঞ্জুরুল কবীর মাসুদ জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. মোতালেব হোসেন জামিনের বিরোধীতা করেন।

এর আগে গত ১৫ জুন ভোরে ডিবি পুলিশ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করে। এরপর যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার মামলায় রিমান্ডে নেওয়া হয়। এর আগে পল্টন থানায় দায়ের করা ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের মামলায় রিমান্ডে নেওয়া হয়।

গত ১৩ এপ্রিল সন্ধ্যায় মুফতি শরিফউল্লাহকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ। এরপর কয়েকদফা রিমান্ডে নেয় পুলিশ।

সারাবাংলা/এআই/এনএস

জামিন মেলেনি শরীফউল্লাহ হেফাজত নেতা আজহারুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর