Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি স্পিনে এলোমেলো নিউজিল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৫

ঢাকা: প্রথম ওভারেই আঘাত হানলেন শেখ মেহেদি হাসান। রাচিন রবীন্দ্র বোকা বনে ক্যাচ তুলে দিলেন মেহেদির হাতেই। তৃতীয় ওভারে সাকিব আল হাসানের বলে সরাসরি বোল্ড উইল ইয়ং। চতুর্থ ওভারে নাসুম আহমেদের জোড়া আঘাত। সব মিলিয়ে বাংলাদেশি স্পিন আক্রমণে শুরুতেই এলোমেলো নিইজল্যান্ড।

দলীয় ৯ রানের মাথায় চার উইকেট হারানো নিউজিল্যান্ডের স্কোর এখন ৬/৪৬। ১৬ রানে ব্যাট করছেন টম লাথাম। তার সঙ্গে ১০ রানে অপরাজিত হেনরি নিকোলাস। বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। এই সিদ্ধান্তই জন্যই কিউইদের ভুগতে হচ্ছে কিনা কে জানে! পাওয়ার প্লেতে বাংলাদেশের স্পিন ত্রয়ী মেহেদি-নাসুম-সাকিবের জবাবই খুঁজে পায়নি সফরকারীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকলস, কলিন ডি গ্র্যান্ডহোম, ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার।

সারাবাংলা/এসএইচএস

নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর