Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পৌঁছলো ফাইজারের ১০ লাখ ডোজ ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৮:২০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৯

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে যুক্ত হলো আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন। ফাইজার-বায়োএনটেকের এই ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ৩০ মিনিটে এই ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছায়।

এদিন সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফাইজারের ১০ লাখ ডোজ ভ্যাকসিন বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোভ্যাক্স সুবিধার আওতায় এই ভ্যাকসিন দেশে এসেছে।’

ভ্যাকসিন গ্রহণের জন্য বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত আছেন বলেও জানান তিনি।

এর আগে, ৩১ মে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছায়।

সারাবাংলা/এসবি/পিটিএম

ফাইজার ভ্যাকসিন

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর