Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপৎসীমার ৫৬ সেমি ওপরে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৪

বগুড়া: যমুনার পানি বাড়ায় জেলার নদী তীরবর্তী আরও নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছে সারিয়াকান্দি উপজেলায়। পাশপাশি সোনাতলা উপজেলায়ও যুমনার পানিতে প্লাবিত নিম্মাঞ্চলের সংখ্যা বাড়ছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যমুনার পানি। এছাড়াও জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া অন্য নদীগুলোর পানিও বাড়ছে, কিন্তু তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বিজ্ঞাপন

এদিকে, সারিয়াকান্দির ঘুঘুমারি এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ দিয়ে পানি চুইয়ে ভেতরে ঢুকলেও পানি উন্নয়ন বোর্ড বলছে এ নিয়ে শঙ্কার কিছু নেই।

অপরদিকে, যমুনা তীরবর্তী বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৮ হাজার মানুষ। পানি প্রবেশ করেছে ১৯ শিক্ষা প্রতিষ্ঠানে। এর মধ্যে বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হওয়া সারিয়াকান্দি উপজেলায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫০ হাজার ৮শ। সারিয়াকান্দির ৬৮ গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া জানান, বন্যা উপদ্রুত এলাকাগুলোতে চাল-শুকনা খাবার-পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

জেলা ত্রাণ অফিস জানিয়েছে, সারিয়াকান্দির ৭ ইউনিয়ন এবং সোনতালা ৩ ইউনিয়ন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানিয়েছেন, কয়েকদিন যমুনার পানি আরও বাড়াতে পারে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর