Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি স্বপনের মৃত্যুতে স্পিকারের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ১৩:০১

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ১৯৯৬, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন হাসিবুর রহমান স্বপন। সপ্তম জাতীয় সংসদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

একইসঙ্গে, সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

স্পিকারের শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর