Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্তর্জাতিক সহায়তা বন্ধ হলে সমস্যায় পড়বে স্বল্পোন্নত দেশগুলো’

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৫

ফাইল ছবি: ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেলে অনেক স্বল্পোন্নত দেশ সমস্যায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ জন্য দাতা দেশগুলোকে তাদের সহায়তা জারি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান নগোজি ওকোঞ্জ-ওইলার সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বুধবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বন্ধ না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে বাংলাদেশ। এরপর থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে আর কোনো সুবিধা পাওয়া যাবে না। তবে ২০২৬ সালের পরেও যেন বাংলাদেশসহ অন্যান্য স্বল্পোন্নত দেশে সহায়তা অব্যাহত থাকে, সে বিষয়ে নগোজি ওকোঞ্জ-ওইলারকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আগামী নভেম্বরে জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্যমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। সেখানে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

উল্লেখ্য, এ সময় ২০৩৪ সালের ১ জুলাই পর্যন্ত ট্রিপসের কিছু সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন মোমেন।

সারাবাংলা/টিএস/পিটিএম

পররাষ্ট্রমন্ত্রী সহায়তা স্বল্পোন্নত দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর