ড. কামালকে নিয়েই পথ চলতে চায় গণফোরামের বিদ্রোহীরা
২ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৯
ঢাকা: ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়েই পথ চলতে চায় গণফোরামের বিদ্রোহ গ্রুপ। তারা দ্বিধাবিভক্ত গণফোরাম রাখতে চায় না। দ্বিধাবিভক্ত দলটিকে একিভূত করার জন্য মন্টু গ্রুপ সম্প্রতি ড. কামাল হোসেনকে চিঠি পাঠিয়েছে। তবে ড. কামাল এখনও কোনো জবাব দেননি। বরং তিনি দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়াজন করা হয়। ওই অনুষ্ঠানে গণফোরামের বিদ্রোহ গ্রুপ অংশ নেয়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছে, ড. কামাল হোসেন তাদের চিঠির জবাব না দিয়ে এককভাবে অনুষ্ঠান করায় ক্ষুব্ধ হয় মন্টু গ্রুপ। পরে তারা দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, ড. কামাল যদি তাদের দাবি মেনে নিয়ে গণফোরাম একিভূত না করেন, তাহলে যেখানেই তিনি অনুষ্ঠান করবেন সেখানেই বিদ্রোহ গ্রুপ অংশ নেবে। ভাড়াটিয়া নেতা এবং বস্তির লোক ভাড়া করে ড. কামালকে অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
এসব বিষয় নিয়ে গণফোরামের বিদ্রোহী গ্রুপের নেতা দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহাসিন মন্টু সারাবাংলাকে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। আমরা গণফোরামের বিভক্তি চাই না। এ জন্য ড. কামালকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে, আপনি জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকেন। সেই বৈঠকে সকলের মতামতের ভিত্তিতে দলের জাতীয় কাউন্সিল আহ্বান করেন। ড. কামাল হোসেন শুধু গণফোরামের সভাপতি নন, তিনি দলের প্রতিষ্ঠাতা সভাপতিও।’
মন্টু বলেন, ‘দুঃখের বিষয়, চিঠি পাওয়ার পরও তিনি আমাদের ডাকেননি। কেন্দ্রীয় কমিটির বৈঠকও আহ্বান করেননি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আমরা দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছি। বৈঠকে দলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
যেখানে ড. কামাল হোসেন মিটিং ডাকবেন সেখানেই আপনারা যাবেন। ভাড়াটিয়া লোক দিয়ে গণফোরাম করতে দেবেন না। এমন কোনো সিন্ধান্ত নিয়েছেন কি?— এই প্রশ্নের জবাবে তিনি কৌশল করে বলেন, ‘উনার ( ড.কামাল হোসেন) অনুষ্ঠান আমরা বাধা দেব কেন? এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু দল চলে নেতাকর্মীদের নিয়ে।’
তবে দলের অপর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা চাই না ড. কামাল হোসেন ভাড়াটিয়া নেতাদের নিয়ে গণফোরামের কার্যক্রম পরিচালনা করুক। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ড. কামাল হোসেন যেখানে অনুষ্ঠান করবেন, সেখানেই আমরা উপস্থিত হব।’
এই নেতা আরও জানান, বিভক্ত গণফোরামের বিদ্রোহ গ্রুপ আগামী নভেম্বরে শেষে জাতীয় সম্মেলন করার উদ্যোগ নিয়েছে। সেইসঙ্গে ৯ অক্টোবর আট বিভাগ ও জেলা কমিটির গণফোরাম নেতাদের নিয়ে বর্ধিত সভা করা হবে। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে, প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে তারা পথ চলবে কি না।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে গণফোরামের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জাতীয় কাউন্সিল আয়োজনের বিষয়েও আলোচনা হবে।
এসব বিষয় নিয়ে সম্প্রতি ড. কামাল হোসেন সারাবাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যারা দল ভেঙেছে তারা ভুল বুঝে আবার ফিরতে চাইলে তাদের জন্য দরজা খোলা আছে।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম