রাজধানীর ওয়ারীতে ছুরিকাঘাতে যুবক নিহত
৩ এপ্রিল ২০১৮ ০৯:৫২ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৩৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ওয়ারীতে অজ্ঞাত এক যুবক (২৬) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহতের পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও নীল রঙের জিন্স প্যান্ট।
সোমবার রাত সোয়া ৯টার দিকে ওয়ারীর জয়কালী মন্দির এলাকার সুইপার কলোনীর পিছনে অন্ধকার গলিতে এঘটনা ঘটে।
ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) শাহআলম জানান, জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনীর পিছনে রক্তাক্ত অবস্থায় যুবকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহআলম জানান, নিহতের গলায় গভীর ক্ষত চিহ্ন ও পিঠে আঘাতের চিহ্ন আছে। কে বা কারা কী করণে তাকে হত্যা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/আইএ