Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪১

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৫ সেপ্টেম্বর রোববার থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সাথে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

শুক্রবার( ৩ সেপ্টেম্বর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জি এম (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

তিনি জানান, ভারতীয় সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগিটিভ রিপোর্ট থাকতে হবে। একইসঙ্গে চেন্নাই বিমানবন্দরে অবতরনের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভ্রমণ ভিসা ছাড়া সব ভিসায় বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।

কামরুল ইসলাস জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি রোববার, বুধ ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একইদিন দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

সব প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চেন্নাইয়ের ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া ১২,৩৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১৯,৮৯৩ টাকা নির্ধারণ করেছে।

সারাবাংলা/এসজে/এমও

ইউএস-বাংলা ঢাকা-চেন্নাই ফ্লাইট শুরু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর