Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইজিপি বোট ক্লাবের সভাপতি হতে পারেন কিনা— সংসদে হারুনুর রশীদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২১ ২২:২৫

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘চিত্রনায়িকা পরীমনির ঘটনায় জড়িত অপরাধীদের সরকার আড়াল করতে চায়। বোট ক্লাবের মতো মদ, জুয়ার আসর যেখানে বসে সেই ক্লাবের সভাপতি কোনো আইজিপি হতে পারেন কিনা? এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করছি।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বলেন, ‘আমি মনে করি বিষয়গুলো সরকারের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। যারা এই বিষয়গুলোর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। তা না হলে, মাদক বলেন গণিকাবৃত্তি বলেন বা জুয়া খেলা বলেন নিয়ন্ত্রণে আনতে পারবেন না।’

বিজ্ঞাপন

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনের সভাপতিত্ব করছিলেন।

হারুনুর রশিদ পয়েন্ট অব অর্ডারে বলেন, ‘রাজধানীর বেড়িবাঁধ এলাকায় বোট ক্লাবটি নদীদখল করে হয়েছে কিনা এবং সেইখানে নিয়মিত মদ্যপান করা হয়, জুয়া খেলা হয়, তাস খেলা হয়। ওই রকম একটি ক্লাবে পুলিশের কোনো আইজিপি কোনো আইনে সভাপতি থাকতে পারেন কিনা? আইজিপি সরকারের অনুমতি নিয়ে ক্লাবটির সভাপতি হয়েছেন কি না এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।’

বর্তমান আলোচিত বিষয় নিয়ে সংবিধানের ১৮ অনুচ্ছেদের প্রতি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে হারুনুর রশীদ বলেন, ‘অনুমতি ব্যতিত কোনো অ্যালকোহল পান করা যাবে না এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের কোনো সহযোগী অধ্যাপকের লিখিত অনুমতি ব্যাতিরেকে কোনো মুসলমানকে অ্যালকোহল পানে অনুমতি দেওয়া যাবে না।’

চিত্র নায়িকা পরীমনি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত কয়েকদিন আগে পরীমনি জামিনে মুক্তি পেয়েছেন। তার মামলার তদন্ত কর্মকর্তাকে এরইমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই অভিযানটি র‌্যাব চালিয়েছিল। র‌্যাব এটির তদন্তের দাবি জানিয়েছিল কারণ এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এই সমস্ত অপরাধীদের যারা ব্যবহার করছে তাদের চিহ্নিত করা দরকার।’

বিজ্ঞাপন

এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনটি বিষয়ের ওপর বিবৃতি দাবি করেন। সেগুলো হলো- মাদক, গণিকাবৃত্তি, জুয়া খেলা ও বোট ক্লাবটি সরকারের অনুমতি নিয়ে হয়েছে কি না? সেখানে পুলিশের প্রধান অনুমতি নিয়ে দায়িত্ব পালন করছেন কি না?

সারাবাংলা/এএইচএইচ/এমও

আইজিপি বোট ক্লাব সংসদে হারুনুর রশীদ হারুনুর রশীদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর