Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতরে পালানোর সময় রোহিঙ্গা শিশু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৫

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর থেকে সাঁতার কেটে পালানোর সময় সন্দ্বীপের বাংলাবাজার ঘাট থেকে রেদোয়ান (১৫) নামের এক রোহিঙ্গা শিশুকে আটক করেছে সন্দ্বীপ কোস্টগার্ড।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ভাসানচর কোস্টগার্ডের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক শিশুটি ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের কে ৭-৮ নম্বর কক্ষের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

ভাসানচর ক্যাম্প-ইন-চার্জ অনিক চৌধুরী সারাবাংলাকে বলেন, রেদোয়ান ভাসানচরের ৩ নম্বর খাল দিয়ে সাঁতার কেটে নদী পার হয়ে সন্দ্বীপের বাংলাবাজার ঘাটে ওঠে। সেখান থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালং যেতে চেয়েছিল সে।

তিনি আরও বলেন, রেদোয়ানের বাবা-মা তার নিখোঁজ হওয়ার বিষয়টি ক্যাম্প কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছিল। সন্ধ্যায় মুচলেকা নিয়ে, তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/একেএম

ভাসানচর রোহিঙ্গা শিশু

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর