Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিশিং বোটসহ ১৩ ভারতীয় জেলে আটক

লোকাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৯

মোংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘এফবি মা-বাবার আর্শিবাদ-১২’ নামের একটি ফিশিং বোটসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) আটক জেলেদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার তাদের কাছ থেকে জব্দ করা মাছ তিন লাখ ৬৯ হাজার ৬০০ টাকায় নিলামে বিক্রি করে দেন। আটকদের শনিবার (৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হবে।

এ ব্যাপারে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় একটি ভারতীয় ফিশিং বোট মাছ ধরতে দেখেন সমুদ্রে টহলরত কোস্টগার্ডের সদস্যরা। এ সময় টহল জাহাজ গিয়ে সেখান থেকে ভারতীয় ওই ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারে ১৩ জন ভারতীয় জেলে ছিল। তাদের বাড়ি কলকাতায়।

এর আগে, ৮ আগস্ট একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ আরও একটি ট্রলার আটক করেছিল কোস্টগার্ড।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর