Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবক খুন, আটক ১


৩ এপ্রিল ২০১৮ ১০:৩৩ | আপডেট: ৩ এপ্রিল ২০১৮ ১০:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ছুরিকাঘাতে সাইফুল আলম রাকিব (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার দিবাগত রাত  ১টার দিকে বাকলিয়া থানার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির নামে একজনকে আটক করেছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, পূর্ব শত্রুতার জেরে খুনের ঘটনা ঘটেছে। তিনজন এই হত্যাকাণ্ডে জড়িত। একজনকে আমরা আটক করেছি। তবে কি নিয়ে শত্রুতা সেটা আমরা এখনও জানতে পারিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন সরকার সারাবাংলাকে জানান, বুকে এবং পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর